Breaking News

আর জি কর আবহের মধ্যেই নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় মালদা,গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ,দর্শকের ভূমিকায় গ্রামবাসী

Image
 

মালদা:-নারী নিরাপত্তা নিয়ে আবার তোলপাড় মালদাহের মোথাবাড়ি এলাকায়। আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন ! আন্দোলনের ঝড়। এই আবহেই এবারে দিনের বেলা  ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ।রাস্তায় দাঁড়িয়ে  দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল দেখা যাচ্ছে গ্রামবাসীদের উপস্থিতিতেই ছয় থেকে সাত জন ব্যক্তি হাতে বাঁশ লাঠি শোটা নিয়ে এক মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে।সেই ভিডিও  মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।সেই ভিডিও সংবাদ মাধ্যম সত্যতা যাচাই না করলেও ভিডিওতে দেখা যাচ্ছে   স্বামীকে বাঁচাতে এগিয়ে আসাই তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। মালদার মোথাবাড়ি থানার চাঁনপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা প্যারী বিবি তার স্বামী বাবুল শেখ ও তাদের ১৬ বছরের এক মেয়ে আহত হয়েছে। জানা যায় তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে? এই নিয়ে তেরে আসে তাজামুল শেখ সহ ছয় থেকে সাত জন। ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের। ঠিক এমন সময় বাবলু শেখর স্ত্রী প্যারী বিবিকে কার্যত রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল গ্রামবাসীরা। প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউ। আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share With:


Leave a Comment

  

Other related news